এ প্রতিষ্ঠানটি দক্ষিণাঞ্চলের কৃষি বিষয়ক গবেষণা, অঞ্চলের উপযোগী জাত উদ্ভাবন, সম্প্রসারণ ও কৃষকদের সরাসরি সেবাদানের জন্য প্রতিষ্ঠিত হয়েছে। মূলত গবেষণাধর্মী কর্মসম্পাদনই এই প্রতিষ্ঠানের প্রধান উদ্যোশ্য। তবে, সরাসরি কৃষকদের সেবাদানের জন্য ব্যবস্থা রয়েছে। কৃষি বিষয়ক পরামর্শ ও সেবাকেন্দ্র রয়েছে। কৃষকগণ তাদের কৃষি বিষয়ক যে কোন পরামর্শ পেতে অফিস চলাকালীণ সময়ে সেবা পেতে পারেন।
উদ্যানতাত্ত্বিক গবেষণার মাধ্যমে এ অঞ্চলে ইতোমধ্যে গ্রীষ্ঞকালীন টমেটো, বারী আম-৩ (আম্রপলী), বারী আম-৪, বারী পেয়ারা-২ প্রভৃতি এ এলাকার কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে, এর চাষ উপযোগীতা যাচাই করা হয়েছে এবং কৃষখদের মাঝে জনপ্রিয় হয়ে উঠছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS